নতুন নেতৃত্বে মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া, সম্পাদক সাথী

- ১২-Oct-২০১৯ ০৯:৩৩ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
প্রায় এক দশক পর আওয়ামী লীগ সমর্থিত সংগঠন মহিলা শ্রমিক লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সুরাইয়া আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী রহিমা আক্তার সাথী।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটি ঘোষণা করে বলে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা জানান।
তিনি বলেন, আগামী দুই বছরের জন্য নতুন কমিটির প্রেসিডেন্ট হিসেবে সুরাইয়া আক্তার, কার্যকরী সভাপতি শামসুন্নাহার ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজী রহিমা আক্তার সাথীর নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
আগামী এক সপ্তাহের মধ্যে ৪৫ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
নতুন কমিটিতে প্রেসিডেন্ট সুরাইয়া আক্তার আগের কমিটি কার্যকরী সভাপতি; নতুন কার্যকরী সভাপতি সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া আগের কমিটির সাধারণ সম্পাদক এবং নতুন কমিটির সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথীর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
কমিটি ঘোষণার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগযুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।