ইলিশ না থাকায় বেড়েছে অন্য মাছের দাম

  • ১২-Oct-২০১৯ ০৮:৩১ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

সপ্তাহের ব্যবধানে ঊর্ধ্বমুখী মাছের বাজার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকায় অন্যসব মাছে কেজিপ্রতি ৩০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। আর মাছের দর বৃদ্ধি নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

অন্যদিকে মাছের সঙ্গে বেড়েছে মুরগি ও ডিমের দাম। অপরিবর্তিত রয়েছে গরু-খাসির মাংস, চাল, ডাল ও ভোজ্যতেলের বাজার।

বিক্রেতারা বলছেন, বাজারে প্রচুর ইলিশের চাহিদা রয়েছে, যেহেতু ইলিশ নেই তাই ক্রেতারা অন্য মাছের (সাদা মাছ) প্রতি ঝুঁকছেন। তবে সাদা মাছের সরবরাহ চাহিদার তুলনায় কম থাকায় মাছের দাম বাড়তি রয়েছে।

Ads
Ads