প্রবাসীদের আস্থায় রেমিটেন্স আহরণে এগিয়ে যাচ্ছে পদ্মা ব্যাংক

- ১৩-Oct-২০১৯ ০২:৩৮ অপরাহ্ন
:: নিজস্ব প্রতিবেদক ::
সেপ্টেম্বর-এ রেমিটেন্স আহরণে ৫৭ ব্যাংকের মধ্যে ২৮তম হয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর রেমিটেন্স আহরণের এই তালিকা প্রকাশ করে।চলতি বছর আগস্ট-এ আনুষ্ঠানিকভবে রেমিটেন্স আদান প্রদানের কাজ শুরু করে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। বিশ্বের বিভিন্ন দেশের ৮টি স্বনামধন্য বড় বড় কোম্পানি/এক্সচেঞ্জ হাউজের সঙ্গে চুক্তি হয়েছে এবং আরো ৯টি চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে।
পদ্মা ব্যাংক লিমিটেডের রয়েছে ‘প্রবাসী এক্সেল একাউন্ট’ যা ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে বাহরাইন, দুবাই, জর্ডান, মালয়েশিয়া, ইউকেসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাঙ্গালীদের কাছে। রোববার ব্যাংকটির এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু জানান, ‘রেমিটেন্স আহরণে জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে পদ্মা ব্যাংক।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৫৭ শাখার মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় সচেতনতা মূলক প্রচারণা চালানো। এছাড়া বিদেশে প্রবাসীদের সহজে ও বিভিন্ন সুবিধার মাধ্যমে একাউন্ট খোলার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন যা এই অর্থবছরে দৃশ্যমান হবে’।