সঠিক সময়ে আদালতে উপস্থিত হতে উল্টো পথে গাড়ি নিয়ে যান না প্রধান বিচারপতি

  • ১৪-Oct-২০১৯ ০৯:৪০ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার সময় দেশের প্রচলিত নিয়মকানুনকে শ্রদ্ধা জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সুযোগ থাকলেও তিনি কখনো রাস্তায় উল্টোপথে গাড়ি নিয়ে যান না। সঠিক সময়ে আদালতে উপস্থিত হওয়া প্রসঙ্গে এক আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

সোমবার (১৪ অক্টোবর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আজকের দিনের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়। কিন্তু একের পর এক আইনজীবীর পক্ষ থেকে কার্যতালিকাভুক্ত (কজলিস্ট) মামলা শুনানির জন্য সংক্ষিপ্ত বা অল্প সময় চাওয়ার জন্য (শর্ট পাসওভার) প্রার্থনা করা হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে উদ্দেশ্য করে সেই আইনজীবী বলেন, ‘সরি মাননীয় আদালত (মাই লর্ড), একটু দেরি হয়ে গেল, আজ রাস্তায় অনেক জ্যাম ছিল।’

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমরা তো ঠিক সময়েই কোর্টে আসি।’

সে প্রসঙ্গে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, ‘মাই লর্ড, আপনারা তো উল্টো পথেও আসতে পারেন।’ তখন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘না, না, না। আমি কখনোই রাস্তায় গাড়ি নিয়ে উল্টো পথে আসি না।’

 

/কে 

Ads
Ads