প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাচ্ছেন সন্ধ্যায়

- ১৬-Oct-২০১৯ ১১:০৮ পূর্বাহ্ণ
ফাইল ছবি
:: ভোরের পাতা ডেস্ক ::
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে প্রধানমন্ত্রীর বঙ্গভবনে যাওয়ার কথা।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাধারণত বিদেশ সফর শেষে দেশে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী। সম্প্রতি ভারত ও জাতি সংঘের বিষয় এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্টকে অবহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/কে