রাজধানীতে নব্য জেএমবির ৩ সদস্য গ্রেফতার

- ১৭-Oct-২০১৯ ০৭:৫৭ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
রাজধানীর গাবতলী এলাকা থেকে নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আব্দুল্লাহ (২৪), সফিকুল ইসলাম ওরফে মোল্লাজী (৩৮) ও মোস্তফা হোসেন আরিফ (২৫)।
তিনি বলেন, গোয়েন্দা নজরদারিতে রাখার পর মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে এই তিন জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি মামলা করা হয়েছে।
/কে