দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’, তবে এশিয়ার কোনো দেশ থেকে.

  • ১২-জানুয়ারী-২০১৯ ১২:৫০
Ads

বছরের শুরুতেই দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’। সব দিক ঠিক থাকলে জানুয়ারির ২১ তারিখেই দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’। বিভিন্ন দেশের সময়ের তারতম্য হিসেব করে জানুয়ারির ২০ অথবা ২১ তারিখে পূর্ণগ্রাসে দৃশ্যমান হবে এই মহাজাগতিক উপগ্রহ। তবে বাংলাদেশ বা এশিয়ার কোনো দেশ থেকে এ দৃশ্য দেখা যাবে না।

আমেরিকা, পশ্চিম ইউরোপ আর আফ্রিকা থেকে মহাজাগতিক ঘটনাটি প্রত্যক্ষ করা যাবে। বাংলাদেশ সময় সকাল ১০টা ৪১ মিনিটে ওইদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ‘সুপার ব্লাড মুন’ দেখা যাবে। ৬২ মিনিট চলবে চন্দ্রগ্রহণ। যদিও সম্পূর্ণ গ্রহণটি চলবে সাড়ে তিন ঘণ্টা সময় ধরে।

Ads
Ads