চট্টগ্রামে খাটে মেয়ের, ফ্লোরে বাবার গলাকাটা লাশ

- ১৯-Oct-২০১৯ ০৮:০৪ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা এলাকায় ঘরের ভেতর থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মো. আরিফ (৩২) ও তার ৪ বছর বয়সী মেয়ে বিবি ফাতেমা।
শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির তিনতলা বাসার নিচতলার বাসায় তাদের লাশ পাওয়া যায় বলে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন।
তিনি বলেন, দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে পড়ে ছিল। ওসি বলেন, বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। আরিফ পেশায় দিনমজুর ছিলেন।
এখনও হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
/কে