বিএনপির এমপি হারুনের ৫ বছরের কারাদণ্ড

  • ২১-Oct-২০১৯ ০৮:৫৪ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ এমপিকে ৪০৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় তাকে দণ্ড দেয়া হয়েছে।

এছাড়া রায়ে পলাতক আসামি এনায়েতুর রহমান বাপ্পীকে (এমডি, চ্যনেল ৯) ৪০৯ ও ১০৯ ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পলাতক আসামি ইশতিয়াক সাদেক কে ৪০৯ ও ১০৯ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

হারুন অর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব।

এদিকে বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুনুর রশিদের ৫ বছরের কারাদণ্ডের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

 

Ads
Ads