রাঙামাটিতে অপহৃত সাবেক ইউপি চেয়ারম্যানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

- ২৩-Oct-২০১৯ ০৫:৪০ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
রাঙামাটিতে অপহৃত ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দ্বীপুময় তালুকদারের (৪৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার জিরোপয়েন্ট হলুদিয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
দ্বীপুময় তালুকদার রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের হেডম্যান (গ্রাম্য প্রধান)।
রাজস্থলী থানার তদন্ত কর্মকর্তা সৈয়দ ওমর ফারুক জানান, সকালে রাজস্থলী উপজেলার জিরোপয়েন্ট হলুদিয়া পাড়ায় স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করার পর বোঝা যায় এটি গত সোমবার সন্ধ্যায় সশস্ত্র সন্ত্রাসীদের অস্ত্রের মুখে অপহৃত সাবেক চেয়ারম্যান দ্বীপুময় তালুকদার।
ধারণা করা হচ্ছে, সশস্ত্র সন্ত্রাসীরা তাকে অপহরণের পর নির্যাতন করে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া নিহতের মাথায় গুলি ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যার দিকে রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দা ইউনিয়নের তাইতং পাড়া এলাকা থেকে একদল সশস্ত্র উপজাতি সন্ত্রাসী অস্ত্রের মুখে দ্বীপুময় তালুকদারকে তুলে নিয়ে যায়।