সৌদি থেকে একদিনেই ফিরলেন ২০০ বাংলাদেশি

- ২৬-Oct-২০১৯ ০৬:২৮ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
সংসারে সচ্ছলতা আনতে মাত্র পাঁচ মাসে আগে বহু স্বপ্ন নিয়ে সৌদি আরব গিয়েছিলেন কুড়িগ্রামের আকমত আলী। কিন্তু তাঁর সে স্বপ্ন এখন দুঃস্বপ্ন। তাঁর অভিযোগ, আকামার মেয়াদ আরও দশ মাস থাকলেও তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
আকমত আলীর মতো আরও ২০০ বাংলাদেশিকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টায় সৌদি আরব থেকে দেশে ফিরতে হয়েছে।
বরাবরের মতো গতকালও দেশে ফেরা কর্মীদের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর সহায়তা দেয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
চলতি বছর ১৬ হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরব থেকে ফেরত এলো। এর মধ্যে চলতি মাসেই ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহযোগিতায় ৮০৪ জনকে ব্র্যাক সহযোগিতা করলো। এবার ফেরাদের মধ্যে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী এলেন গতকাল।
গোপালগঞ্জের ছেলে সম্রাট শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, আট মাসের আকামা ছিল তার। নামাজ পড়ে বের হলে পুলিশ তাকে গ্রেফতার করে, কোনো কিছুই না দেখে দেশে পাঠিয়ে দেয়।
/কে