শিশুদের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যাওয়াই আমাদের স্বপ্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ২৬-Oct-২০১৯ ০৭:৫৪ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

শিশুদের সুন্দর ভবিষ্যৎ করতে সরকার কাজ করছে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিশুরাই আমদের গর্ব ও ভবিষ্যৎ। শিশুরাই একদিন আলোকিত ও শান্তির বিশ্ব গড়ে তুলবে। তারাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এই শিশুরাই আমাদের গর্ব ও ভবিষ্যৎ। শিশুদের জন্য সুন্দর একটি বাংলাদেশ রেখে যাওয়াই আমাদের স্বপ্ন।

রাজধানীর ফার্মগেটের আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শনিবার সকালে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন, শুধু আমরাই নয়, পুরো বিশ্ব বিস্মিত হয়ে গেছে।

এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করেন। 

 

/কে 

Ads
Ads