আইপি ফোন কি?

  • ২৬-Oct-২০১৯ ১২:১২ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ইন্টারনেট প্রটোকলের উপর নির্ভর করে কম খরচে ফোন করার ব্যবস্থাকেই মূলত আইপি ফোন বলে। এটা একটি ইন্টারনেট ভিত্তিক টেলিযোগাযোগ ব্যবস্থা। যেটি বাংলাদেশে চালু হয়  ২০১০ সালের ১৬ই মার্চ । এটি একটি সরকার অনুমোদিত সেবা। তবে যে সকল স্থানে ইন্টারনেট সংযোগ নাই সে সকল স্থানে এই সেবাটি কার্যকর করা সম্ভব নয়।

সাধারন টেলিফোনের ক্ষেত্রে ল্যান্ড লাইন কিংবা সিম কার্ডের দরকার হয়। আইপি টেলিফোনে দরকার হয় ইন্টারনেট সংযোগ। শুধু এটাই নয় বরং আইপি ফোনে আরো অনেক বেশী সুবিধা দেয়া সম্ভব’।

আইপি ফোন ব্যবহার করে যে কোন ইন্টারনেট ভিত্তিক আইপি ফোনে সম্পূর্ণ ফ্রিতেই কল করা সম্ভব। তবে ল্যান্ড লাইনে বা সাধারণ সিম নেটওয়ার্ক ভিত্তিক মোবাইল ফোনে কল করতে হলে মিনিট প্রতি ৫০-৬৫পয়সা খরচ হবে।

ইন্টারনেট সংযোগ সহ যে কোন কম্পিউটার থেকে আইপি ফোনে ফোন করা যায়। এছাড়াও বিভিন্ন মেসেন্জার সফটওয়্যার গুলো থেকে ও আইপি ফোনে কল করা যায় সম্পূর্ণ ফ্রিতেই।

যেসকল কাজে আইপি ফোন ব্যবহার করা যেতে পারে

  • আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মীদের সাথে যোগাযোগ করার জন্য।

  • আপনার অফিসে আপনার সহকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য।

  • আপনার ই-কমার্স প্রতিষ্ঠানে কাস্টমার সার্ভিস নম্বর হিসেবে।

  • আপনার ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারবেন।

আইপি ফোনের সুবিধা:-

  • খরচ অনেক কম।

  • যে কোন অপারেটরে কথা বলা যায় মাত্র ৫০-৬৫ পয়সায় দিনের ২৪ ঘন্টাই।

  • যে কোন টেলিযোগাযোগ ব্যবস্থার সাথে কান্টেন্ট থাকা যায় যেমন মোবাইল সিম নেটওয়ার্ক, ল্যান্ডফোন, কম্পিউটার, বিভিন্ন মেসেন্জার সফটওয়্যার ইত্যাদি।

  • আইপি ফোন থেকে আইপি ফোনে ফ্রিতেই কল করা যায়।

আইপি ফোন এর মূল্য ৩ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে যা লোকাল মার্কেট ছাড়াও অনলাইন শপ এ পাওয়া যাচ্ছে।  

তথ্যসূত্রঃ বিডিস্টল

Ads
Ads