ঢাকা-বাকু সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

  • ২৭-Oct-২০১৯ ০৪:৫৮ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি সই হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দু’দেশের মধ্যে চুক্তিটি সই হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভের মধ্যে এখানে প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে চুক্তিটি সই হয়।

বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং আজারবাইজানের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী ড. আবুলফাস গারায়েভ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন। খবর বাসস।

Ads
Ads