এবার ঢাবির ‘ঘ’ ইউনিটে পাস ১৩.২৬ শতাংশ

- ২৯-Oct-২০১৯ ০৭:৩৬ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১১ হাজার ১৫৮ জন ভর্তিচ্ছু। শতকরা হিসেবে পাসের হার মোট পরীক্ষার্থীর ১৩.২৬ শতাংশ। অর্থাৎ অকৃতকার্য হয়েছেন ৮৬.৭৪ শতাংশ পরীক্ষার্থীই।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি ও তথ্য কেন্দ্র (কক্ষ নং-২১৪) থেকে এই ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
গত ২৭ সেপ্টেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে। এ ছাড়াও DU স্পেস KA স্পেস রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করলেই ফিরতি SMS-এ ফলাফল পাওয়া যাবে।
/কে