১ বছরে যে সব সিরিজে সাকিবকে পাবে না বাংলাদেশ

- ৩০-Oct-২০১৯ ০৫:০৬ পূর্বাহ্ণ
:: স্পোর্টস ডেস্ক ::
সাকিব আল হাসানের দুই বছরের নিষেধাজ্ঞায় স্তম্ভিত সারাদেশের মানুষ। পাশাপাশি এমন ঘটনা বাংলাদেশ ক্রিকেটের জন্য বর ধাক্কা। কারণ এই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হবে টাইগারদের।
আসন্ন ভারতের বিপক্ষে ছাড়াও যেসব সিরিজ খেলা হবে না সাকিব আল হাসানের-
ভারত সফর: নভেম্বর-২০১৯
পাকিস্তান সফর: জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২০ (সম্ভাব্য)
অস্ট্রেলিয়া সিরিজ: ফেব্রুয়ারি ২০২০ (পরিবর্তিত সূচিতে এটি হবে জুন মাসে)
জিম্বাবুয়ে সিরিজ: মার্চ, ২০২০
আয়ারল্যান্ড সফর: মে-জুন, ২০২০
শ্রীলঙ্কা সফর: জুলাই-আগস্ট, ২০২০
নিউজিল্যান্ড সিরিজ: আগস্ট-সেপ্টেম্বর, ২০২০
নিউজিল্যান্ড সফর: অক্টোবর, ২০২০
টি-২০ বিশ্বকাপ: অক্টোবর, ২০২০
জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে দায় স্বীকার করে নেওয়ায় এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। ফলে এক বছর পরই খেলতে পারবেন সাকিব, কিন্তু এক্ষেত্রে আইসিসির দেওয়া নিয়ম-কানুন মেনে চলতে হবে। কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে।