ধানমন্ডিতে দুই নারীকে গলা কেটে হত্যা

  • ১-Nov-২০১৯ ০২:২২ অপরাহ্ন
Ads

 

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানী ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটের পাশে এক ভবনের ৫ম তলায় দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, শিল্পপতি মনির উদ্দিন তারিমের শাশুড়ি ও অন্যজন বাসার গৃহপরিচারিকা।

এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি মো. আব্দুল লতিফ বাংলাদেশ জার্নালকে বলেন, ঘটনা সত্য। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, বিস্তারিত এখনই বলা সম্ভব হচ্ছেনা।

ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার এসআই এনামুল হক। তিনি বলেন, বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি, বিকেল ৪টার পর দুর্বৃত্তরা ওই নিহত দুই নারী চাকু দিয়ে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় বাচ্চু নামের একজনকে আটক করেছে পুলিশ।

Ads
Ads