'খোকার মরদেহ দেশে আনতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে'

  • ৪-Nov-২০১৯ ১২:০৬ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ঢাকার সাবেক মেয়র ও সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন, আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার বিদেহি আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।

খোকার লাশ দেশে আনার বিষয়ে কোনো সমস্যা রয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি তো ইচ্ছা প্রকাশ করেছিলেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালই বলা হয়েছিল। তাকে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে ও হবে, সে ঘোষণা তো আগেই দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে মারা যান বিএনপির ভাইস চেয়ারম্যান এবং অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা (৬৭)। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত। ১৯৯১ সালে সূত্রাপুর-কোতোয়ালি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ১৯৯৬ ও ২০১১ সালের নির্বাচনেও নির্বাচিত হন তিনি। খালেদা জিয়ার সরকারে মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি

Ads
Ads