অবৈধ বিদেশিদের ফেরত পাঠাবে বাংলাদেশ

- ৭-Nov-২০১৯ ১০:২৩ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
প্রায় ১১ হাজার অবৈধ বিদেশি নাগরিককে শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এসব অবৈধ বিদেশিদের নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠাবে বাংলাদেশ।
বৃহস্পতিবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মেজাম্মেল হক এ তথ্য জানান।
ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অনেক বিদেশি নাগরিক তারা এ দেশের পাসপোর্ট নিয়ে আসে। পরবর্তীকালে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অনেকেই যান না, থেকে যান। তারা মেয়াদোত্তীর্ণ অবস্থায় আছেন। আমাদের গত সভায় সিদ্ধান্ত ছিল তাদের চিহ্নিত করা। অত্যন্ত সফলতার সাথে আমাদের গোয়েন্দা সংস্থা তাদেরকে চিহ্নিত করেছে।
তিনি বলেন, এখন সমস্যা দেখা দিয়েছে, ওরা যে ফেরত যাবে তাদের কাছে টাকাও নেই। ওদের আমরা কী করব? আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের কাছে অনুরোধ করব কিছু টাকা বরাদ্দ দেয়ার জন্য। যাতে ওই সমস্ত অবৈধভাবে বসবাসকারী লোকদের তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয়া যায়।
‘জেলে দিয়ে তো... এরা যে টাইপের লোক ওদের সম্বন্ধে জানেন, জেলখানায় গিয়েও একটা ঝালেমা সৃষ্টি করবে’, বলেন মোজাম্মেল হক।
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আফ্রিকাসহ বিভিন্ন দেশের ১১ হাজারের মতো নাগরিককে পাঠিয়ে দেবো। কোনও কোনও দেশের দূতাবাস নেই। তাছাড়া বিভিন্ন দেশের দূতাবাসে যোগাযোগ করলেও তারা পদক্ষেপ নিচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি— যাদের ভিসার মেয়াদ নেই তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেবো।’
/কে