ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় জিডি

- ১২-Nov-২০১৯ ০৫:৪৮ অপরাহ্ন
সিনিয়র প্রতিবেদক
প্রতিশ্রুতি দিয়ে ছাত্রলীগের নেতা না বানানোর পর উল্টো হুমকি দেয়ার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মঙ্গলবার রাতে রোজী বেগম নামের একজন অভিভাবক এ সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ৮৩৫/১২-১১-১৯ ইং।
সাধারণ ডায়েরিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ করে রোজী বেগম দাবি করেন, মেহেদী তাদের পূর্বপরিচিত। তিনি রোজী বেগমের ছোট ছেলে শাকিল হোসেন শান্তকে যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের কমিটিতে পদে রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি শাকিলকে কোনো পদেই রাখেননি। উল্টো শাকিলসহ তার পরিবারের সদস্যদের নানা ধরণের হুমকি দিচ্ছেন মেহেদী হাসান।
এ বিষয়ে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ এবং সাধারণ ডায়েরিটি লিপিবদ্ধ করেছে।
এ বিষয়ে জানতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি যার বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি বাণিজ্য, অনৈতিক কার্যকলাপসহ, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাকে কয়েকবার ফোন করা হলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া গেছে।