৫৪০ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলেছে ফেসবুক!

  • ১৪-Nov-২০১৯ ০৭:৩৪ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই ৫৪০ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলেছে। 

ফেসবুকের এক অফিসিয়াল বিবৃতির বরাত দিয়ে এখবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কারসাজি ও ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে ভুয়া অ্যাকাউন্ট বিরোধী প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে রেকর্ড পরিমাণ অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে জানিয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভুয়া ও অবমাননাকর অ্যাকাউন্ট চিহ্নিত ও বন্ধ করে দিতে করতে আমরা আমাদের সক্ষমতা বাড়িয়েছে। এই চেষ্টা অব্যাহত থাকবে।’

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এখনও তাদের প্রায় ২৫০ কোটি অ্যাকাউন্টের মধ্যে ৫ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। আধুনিক প্রযুক্তি প্রয়োগের ফলেও এসব ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা যায়নি। চলতি বছরের শুরুতে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরির হার ছিল সবচেয়ে বেশি।’

ফেসবুক বলছে, ‘আমরা ভুয়া অ্যাকাউন্ট শনাক্তের জন্য শক্ত এক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছি। যার মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট তৈরির চেষ্টা ঠেকিয়ে দেয়া হচ্ছে। আমরা প্রতিনিয়ত আমাদের এই প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি।’

 সম্প্রতি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবাগ এক শুনানি চলাকালে ফেসবুকের ট্রান্সপারেন্সি রিপোর্টে বলা হয়, চলতি বছরের শুরুতে ২০০ কোটি, এরপর এপ্রিল থেকে জুনে ১৫০ কোটি এবং জুলাই থেকে সেপ্টেম্বরে ১৭০ কোটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে ফেসবুকে।

Ads
Ads