অফিসে বসেই সরকারি কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও ফাঁস

  • ১৫-Nov-২০১৯ ০৯:১১ পূর্বাহ্ণ
Ads

ভোরের পাতা ডেস্ক
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক সমীর কুমার চক্রবর্তীর ইয়াবা সেবনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, অফিসের চেয়ারে বসে তার কয়েকজন সহকর্মীর সহযোগিতায় সমীর কুমার ইয়াবা সেবন করছেন। দীর্ঘ দিন ধরেই এভাবেই অফিসে ইয়াবা সেবন করে আসছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে বিব্রত উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে গতকাল বুধবার তার কার্যালয়ে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনারের উপসহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধরসহ কয়েকজন কর্মকর্তা অভিযান চালিয়ে নানা ধরনের অভিযোগের সত্যতা পান।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সমীর কুমার চক্রবর্তীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ইয়াবা সেবনের ভিডিওটি আমরা হাতে পেয়েছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads
Ads