দ্বিতীয় ইনিংসের শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

- ১৬-Nov-২০১৯ ০৫:০৭ পূর্বাহ্ণ
:: স্পোর্টস ডেস্ক ::
বাংলাদেশের ওপর রানের বোঝা চাপিয়েছে ভারত। দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৪৯৩ রানেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। এতেই ৩৪৩ রানের লিড নেয় তারা। ফলে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সাদমান ইসলাম দিনের খেলা শুরু করেন।
দ্বিতীয় ইনিংসের শুরুতেও একই পুনরাবৃত্তি। ছন্নছাড়া ব্যাটিং থেকে বের হয়ে আসতে পারছে না বাংলাদেশ। দিনের সূচনালগ্নে উমেশ যাদবের স্ট্যাম্পের বল ক্রস ব্যাটে খেলে সোজা বোল্ড হয়ে ফেরেন ইমরুল কায়েস।
সেই রেশ না কাটতেই ইশান্ত শর্মার বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন সাদমান ইসলাম। তার আউটের দৃশ্যটিও একইরকম। স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন তারা। অধিনায়ক মুমিনুল হককে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন মোহাম্মদ মিঠুন।
এর আগে যাচ্ছেতাই বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হন টাইগাররা। পরে মায়াঙ্ক আগারওয়ালের ২৪৩ রানের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরিতে ৪৯৩ রানের পাহাড় গড়ে ভারত।
/কে