উন্মোচন হলো বঙ্গবন্ধু বিপিএলের লোগো

  • ১৬-Nov-২০১৯ ০২:৪৩ অপরাহ্ন
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

এবারের বিপিএল হবে ভিন্ন আঙ্গিকে। সবকিছুতেই আসছে পরিবর্তন। পরিবর্তন হয়েছে নামও। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল ২০১৯’।

নতুন আঙ্গিকের এই বিপিএলের জাঁকজমকপূর্ণ লোগো উম্মোচন অনুষ্ঠান হয় আজ। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে উম্মোচিত হয়েছে বিপিএলের লোগো।

বিপিএলের নতুন লোগোটি উম্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তার সঙ্গে বিসিবির অন্য কর্তারাও উপস্থিত ছিলেন।

পাপন বলেছেন, ১১ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএল শুরু হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালই (রোববার) অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। কিন্তু এখনও বিপিএল আয়োজকদের পক্ষ থেকে দেয়া হয়নি আনুষ্ঠানিক কোনো তথ্য, জানানো হয়নি কোন খেলোয়াড়রা থাকছেন ড্রাফটে।

Ads
Ads