বঙ্গবন্ধু বিপিএলের সাত দলের টিম ডিরেক্টর যারা

  • ১৭-Nov-২০১৯ ০৬:১৬ পূর্বাহ্ণ
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরন করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। নতুন মোড়কের পাশাপাশি নানা ধরনের পরিবর্তন এসেছে এ আসরে। থাকছে না কোনো ফ্রাঞ্চাইজি, বিসিবি নিজেই পরিচালনা করবে দলগুলো। গতকাল প্রত্যেক দলের জন্য পরিচালক নিয়োগ করেছে বিসিবি। 

শনিবার (১৬ নভেম্বর) বিপিএলের এ বিশেষ আসরের লোগো উন্মোচন করা হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) হবে বঙ্গবন্ধু বিপিএলের দল গঠনের চূড়ান্ত কাজ। রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দের খেলোয়াড় বেছে নেবে অংশ নেওয়া সাতটি দল। 

এছাড়া বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসরের জন্য সাতটি দলের ‘টিম ডিরেক্টর’ও চূড়ান্ত করা হয়েছে। এবার প্রতি দলের সাথে একজন করে বোর্ড পরিচালক দলের পরিচালনায় যুক্ত থাকবেন টিম ডিরেক্টর হিসেবে।

সাত বোর্ড পরিচালক হলেন- গাজী গোলাম মোর্তজা, জালাল ইউনুস, এনায়েত হোসেন সিরাজ, আকরাম খান, তানজিল চৌধুরী, নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন।

এদের মধ্যে গাজী গোলাম মোর্তজা (ঢাকা প্লাটুন), জালাল ইউনুস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), এনায়েত হোসেন সিরাজ (রাজশাহী রয়্যালস), আকরাম খান (রংপুর রেঞ্জার্স), তানজিল চৌধুরী (সিলেট থান্ডার্স), নাঈমুর রহমান দুর্জয় (কুমিল্লা ওয়ারিয়র্স) ও খালেদ মাহমুদ সুজন (খুলনা টাইগার্সের) হয়ে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন।

ফিক্সিং ইস্যু এড়াতে এবারের বিপিএলে প্রতিটি দলের সাথে থাকবেন অ্যান্টি করাপশন ইউনিট বা আকসুর কর্মকর্তা। আগামী ৮ ডিসেম্বরে টুর্নামেন্টটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Ads
Ads