হলি আর্টিজান হামলা মামলার রায় ২৭ নভেম্বর

- ১৭-Nov-২০১৯ ১১:৪৩ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রোববার (১৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণা জন্য এ দিন ধার্য করেন। মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জন সাক্ষ্য দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম সারওয়ার খান জাকি বলেন, রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের চার দিনব্যাপী যুক্তি তর্ক উপস্থাপন শেষ হলে বিচারক আজকে মামলার রায়ের জন্য ২৭ নভেম্বর তারিখ ধার্য করে দেন।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হন। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।
/কে