৩৯তম বিসিএস: যোগদান না করলে নিয়োগপত্র বাতিল

  • ১৯-Nov-২০১৯ ০৩:৪৫ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ৩৯তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া ৪ হাজার ৪৪৩ জনকে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ২০৩ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৪০ জন চিকিৎসক রয়েছেন।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে তাদের নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে উল্লেখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

 

/কে 

Ads
Ads