হাজারীবাগে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

  • ২০-Nov-২০১৯ ০৪:৪৭ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানীর হাজারীবাগ এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাদিম বাহাদুর (৩৮) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) ভোরে এ ‘বন্ধুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত নাদিম নয় মামলার আসামি ছিলেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, ভোর রাতে হাজারীবাগ এলাকায় র‍্যাবের একটি টহল দলের সঙ্গে গুলি বিনিময়কালে নাদিম বাহাদুর নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

নিহত নাদিম তালিকাভুক্ত মাদকবিক্রেতা ছিলেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

 

Ads
Ads