সড়কে আইন প্রয়োগ করতে গেলে পুলিশকে বদলির হুমকি দেয়: আইজিপি

- ২১-Nov-২০১৯ ১২:০৮ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সড়কে এলেই সবাই ভিআইপি হয়ে যায়। সড়কে আইন প্রয়োগ করতে গেলে পুলিশকে অনেক লোক কর্মকর্তা তার বসের পরিচয় দিয়ে বদলির হুমকি দেয়। তারা কিন্তু তাদের পরিচয় দেয় না। পরিচয় দেয় বড় বড় কর্মকর্তার। পরিচয় দিয়ে বলে আমাকে চিনিস? তোকে খাগড়াছড়ি বদলি করে দেব।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর শান্তিনগরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ট্রাফিক সচেতনতামূলক পক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ধরেন আপনি (চালক) একটি বাসের আগে গিয়ে সামনের স্ট্যান্ড থেকে দু-জন লোক বেশি উঠাবেন। কিন্তু সামনেই স্ট্যান্ডে গিয়ে দেখবেন আপনার আগে গিয়ে আরেকজন চালক দুজন যাত্রী আগে উঠিয়ে নিলেন। তাহলে আপনার লাভ কী হলো? বরং সবাই যদি আইন মেনে চলে তাহলে কারোই সমস্যা হবে না। দুর্ঘটনাও কমে আসবে।
তিনি বলেন, তবে আমি আশ্বস্ত করছি। পুলিশের কেউ যদি সড়কে আইন প্রয়োগ করে তার জন্য কোনো কর্মকর্তা বদলি হবেন না। তবে সবার ব্যবহার বিনয়ী হতে হবে। নিনয়ীভাবে সবাইকে আইন সম্পর্কে বলবেন। এক সময় পরিবর্তন আসবে।
জাবেদ আরও পাটোয়ারী বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে প্রধানত “ত্রিপল ই” বিবেচনায় রাখা হয়। ইঞ্জিনিয়ারিং, এডুকেশন, এনফোর্সমেন্ট। এর মধ্যে পুলিশ শুধু এনফোর্সমেন্ট দেখে। কিন্তু সড়কে কোনো সমস্যা হলেই সবাই ট্রাফিক পুলিশকে দোষারোপ করে। একটা সিটির রাস্তা থাকা প্রয়োজন ২৫ শতাংশ। কিন্তু আমাদের আছে মাত্র ৮ শতাংশ। এটা আদর্শ একটি সিটির তিন ভাগের এক ভাগের চেয়েও কম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- এর উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে ট্রাফিক সচেতনতামূলক পক্ষ। এটি আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন।