চলছে দূরপাল্লার যানবাহন

- ২২-Nov-২০১৯ ০৫:১৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
হঠাৎ অঘোষিত বাস ধর্মঘট। রাজধানীসহ সারাদেশে বাস-মিনিবাস বৃহস্পতিবারও তেমন চলেনি। পরিবহন শ্রমিকদের অঘোষিত এ ধর্মঘটে মানুষের ভোগান্তি চরমে ছিল।
অবশেষে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের ঘোষণাতেই দূর পাল্লার সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘোষণার পর থেকেই সড়ক-মহাসড়কে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক হয়।
রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীবাহী বাস ছেড়ে যেতে দেখা যায়। এ সময় কাউন্টারগুলোতে ভিড় করেন যাত্রীরা। ধর্মঘট প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। তবে টানা চারদিন জিম্মি করে এমন ধর্মঘটের সমালোচনাও করেন তারা।