শাহ আমানত বিমানবন্দরে দেড় কোটি টাকার সিগারেট জব্দ

- ২২-Nov-২০১৯ ০৮:১৯ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) ভোরে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৩৮ ফ্লাইটে আসা ২৯ জন যাত্রীর লাগেজে এসব সিগারেট পাওয়া যায়।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৩৮ ফ্লাইটের কয়েকজন যাত্রী অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট বহন করছেন- জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কাছে এমন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৩৯ মিনিটে অবতরণ করা বিমানের ওই ফ্লাইটে আসা ২৯ জন যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তাদের লাগেজে সাত হাজার ১৮৩ মিনি কার্টন সিগারেট পাওয়া যায়।