মুন্সিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭

  • ২২-Nov-২০১৯ ০৯:৩১ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ৮জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

Ads
Ads