জুভেন্তাসকে জেতাল দুই আর্জেন্টাইন

- ২৩-Nov-২০১৯ ০৬:৫৩ অপরাহ্ন
:: স্পোর্টস ডেস্ক ::
ইতালিয়ান লিগ ‘সিরি আ’তে এবারের মৌসুমে নিজেদের ১১তম জয় তুলে নিল জুভেন্তাস। আটলান্টার বিপক্ষে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েনের জোড়া গোল ও পাওলো দিবালার এক গোলে ৩-১ গোলের জয় পায় তুরিনের বুড়িরা।
আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের জার্সিতে মাঠ মাতান ক্লাবের তারকা ফুটবলাররা। জুভেন্তাস তারকা রোনালদোও পর্তুগালের হয়ে ২০২০ ইউরোর বাছাইয়ে অংশ নিয়ে দুর্দান্ত খেলা উপহার দেন। তবে বিরতি শেষ হলেও জুভেন্তাসের হয়ে এ ম্যাচে মাঠে নামেননি রোনালদো। তার পরিবর্তে আক্রমণভাগ সামলানোর দায়িত্ব নেন হিগুয়েন।
শনিবার (২৩ নভেম্বর) আটলান্টার মাঠে দুই দলই সমানতালে লড়ে যায়। আক্রমণ-পাল্টাআক্রমণ চালালেও প্রথমার্ধে জুভেন্তাস ও আটলান্টা- কোনো দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন আটলান্টার ডিফেন্ডার রবিন গোসেনস। পিছিয়ে পড়ে আক্রমণের ধার আরও বাড়ায় জুভেন্তাস। তারই ফলস্বরুপ ৭৪ মিনিটে দলকে সমতায় ফেরান গঞ্জালো হিগুয়েন। এরপর ৮২ মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে দেন এ আর্জেন্টাইন ফরওয়ার্ড। ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান ৩-১ করেন আরেক আর্জেন্টাইন দিবালা।
লিগে ১৩ ম্যাচ খেলে এখনো হারেনি জুভেন্তাস। এরমধ্যে ১১ ম্যাচে জয়ের পাশাপাশি তারা ড্র করেছে ২ ম্যাচে। ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তুরিনের বুড়িরা। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।