ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁজ

  • ২৩-Nov-২০১৯ ০৬:৫৭ অপরাহ্ন
Ads

 

:: ভোরের পাতা ডেস্ক ::

পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও হঠাৎ করেই বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা। এতে আবারো খুচরা বাজার উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) থেকে আবার মূল্য বেড়েছে দেশি ও আমদানি করা সব ধরনের পেঁয়াজের। রাজধানীর কাওরানবাজার, শ্যামবাজারের ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর বাজারগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, পাইকারি পর্যায়ে দেশি বিদেশি সব ধরনের পেঁয়াজের মূল্য বেড়েছে। পাইকারি পর্যায়ে মানভেদে প্রতিকেজি দেশি শুকনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে, যা দুই এক দিন আগে বিক্রি হয়েছে ১৫০ বা ১৬০ টাকা কেজি দরে। মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে, যা এর আগে বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে। তুরস্ক বা মিসরের পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে, যা আগে বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে। 

রাজধানীর খুচরা বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি পেঁয়াজের কেজি কোথাও ২০০ টাকা, কোথাও ১৯০ টাকা আবার কোথাও ২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিয়ানমার, মিসর ও তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে। 

রাজধানীর শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী হাজী এম এ মাজেদ বলেন, ‘বাজারে দেশি পেঁয়াজ নেই। যা আছে, তা হিসাবে তোলার মতো নয়। তাই মূল্য বেড়েছে দেশি পেঁয়াজের। এর সঙ্গে প্রতিযোগিতা করে বেড়েছে আমদানি করা মিয়ানমার ও মিসরের পেঁয়াজের মূল্য। তবে বাজারে কিছু নতুন পেঁয়াজ উঠেছে, তবে তা উল্লেখ করার মতো নয়।’ 

এ বিষয়ে রাজধানীর কাওরানবাজারের খুচরা ব্যবসায়ী হিরন মিয়া বলেন, ‘পাইকারি বাজারে পেঁয়াজের মূল্য বেড়েছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে বলে মূল্য কমছে না।’ তিনি বলেন, ‘অবরোধসহ নানা জটিলতায় বাজারে পেঁয়াজ সরবরাহ বিঘ্নিত হয়েছে, তাই মূল্য কমছে না।’

এদিকে, ট্রেডিং করপোরেশেন অব বাংলাদেশ (টিসিবি)-এর উদ্যোগে ৩৫টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রির কার্যক্রম বাড়িয়ে ৫০টি ট্রাক করা হলেও শুক্রবার (২২ নভেম্বর) সাপ্তাহিক ছুটির পর শনিবারও (২৩ নভেম্বর) সে কার্যক্রম চালু করা যায়নি। শনিবারও ৩৫টি ট্রাকেই পেঁয়াজ বিক্রি কার্যক্রম চলেছে বলে জানিয়েছেন টিসিবির চেয়ারম্যানের একান্ত সচিব হুমায়ুন কবির।

Ads
Ads