গাজীপুরে সরক দুর্ঘটনায় নিহত ১

- ২৪-Nov-২০১৯ ১০:৪৯ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
গাজীপুরে কাভার্ডভ্যানের সাথে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয় এতে প্রাইভেটকারের মালিক নিহত হয়েছেন। রোববার(২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় গাজীপুরের হোতাপাড়ার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল নোয়াখালীর বেগমগঞ্জ থানার কোয়ালিয়া এলাকার মমতাজ মিয়ার ছেলে। তিনি রাজধানীর মিরপুরে বসবাস করে ময়মনসিংহে চাকরি করতেন। আহত প্রাইভেটকারের চালকের নাম এনামুল হক।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. কামরুল আলম জানান, মিরপুর থেকে ময়মনসিংহে যাওয়ার পথে প্রাইভেটকারটি হোতাপাড়ায় পৌঁছালে কাভার্ডভ্যানটি ওই প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইসলাফিলের মৃত্যু হয়। এ সময় চালক এনামুল আহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আহত চালককে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়।