অদক্ষ গাড়িচালকদের দায় এড়াতে পারেন না ওবায়দুল কাদের : মির্জা ফখরুল

- ১-Aug-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
অদক্ষ গাড়িচালকদের লাইসেন্সের দায় সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘নৌমন্ত্রীর বক্তব্য অমানবিক ও নির্মম। কত নির্লজ্জ মানুষ হতে পারে, কিন্তু এত নির্লজ্জ মানুষ দেখিনি।’ এমন ঘটনায় সরকার এবং নৌমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না। কোটার দাবি মেনে নেওয়ার কথা বলেও সরকার প্রতারণা করেছে। সরকারের কোনো জবাবদিহিতা নেই বলে যা ইচ্ছা তাই করছে।’
রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ এবং ঘাতক বাসচালকের ফাঁসিসহ নয় দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।