ট্রাম্প আমার শ্বশুর, আমি তাঁর বৌমা: রাখি সাওয়ান্ত

- ২৫-Nov-২০১৯ ০৩:৪২ অপরাহ্ন
:: বিনোদন ডেস্ক ::
আবারও বোমা ফাটালের বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের ‘শ্বশুর’ বলে দাবি করে রাখি বলেছেন- ‘আমি ট্রাম্পের বৌমা’।
রহস্য উন্মোচিত হলো কিছুক্ষণ পরই। সম্প্রতি সোস্যাল মিডিয়ায় বধূবেশে নিজের বিয়ের ছটি পোস্ট করে আলোচনায় আসেন রাখি। কিন্তু পরক্ষণেই এই বলিউডের এই ‘ড্রামা কুইন’ জানান, না, তিনি বিয়ে করেননি। ফটোশুটের জন্য এমন বধূবেশে সেজেছিলেন।
বিয়েই যদি না করবেন তাহলে ট্রাম্পকে হঠাৎ ‘শ্বশুর মশাই’ দাবি করার পেছনে উদ্দেশ্যটা কী? এর কদিন পরেই বলিউডের এই আইটেম কন্যা জানান, তিনি বিয়ে করেছেন। তার বর যুক্তরাষ্ট্র প্রবাসী। নতুন দাম্পত্যজীবনে তিনি অনেক সুখি।
সম্প্রতি নিজের ভাইয়ের একটি ছবি রিলিজের সময় সেখানে উপস্থিত ছিলেন রাখি। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন- ‘বিয়ে করলেন, অথচ রিসেপসন পার্টি দেবেন না, তা কি হয়?’
উত্তরে রাখি বলেন, ‘চারিদিকে এত মূল্যবৃদ্ধি...! আমার রিসেপশন তো মোদীজি আয়োজন করবেন।’
এই আইটেম অভিনেত্রী এসময় স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ায় সেই সূত্র ধরে ট্রাম্পকে শ্বশুর সম্বোধন করেন এবং নিজেকে ট্রাম্পের বৌমা বলে হাসতে হাসতে লুটোপুটি খান।