শ্রমিকদের কর্মবিরতিতে নৌযান চলাচল বন্ধ

- ২৭-Nov-২০১৯ ০৫:২৮ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
দেশব্যাপী কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। এতে স্থবির হয়ে পড়েছে দেশের বিভিন্ন অংশের নৌযোগাযোগ।
বুধবার (২৭ নভেম্বর) থেকে ১৫ দফা দাবিতে এ কর্মবিরতি শুরু করেন তারা। এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে সকালে ঢাকা থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
শতভাগ খাদ্যভাতা ও সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে আগেই টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন নৌযান শ্রমিকরা। গত ২০ নভেম্বর (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
শ্রমিকরা নৌ শ্রমিকদের খোরাকি ভাতা চালু, জ্বালানি তেল সরবরাহের পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত বাতিল, ডিজি শিপিংয়ের হয়রানি বন্ধ, সুনামগঞ্জের ছাতকের ভুয়া ইজারা বাতিল এবং নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবি জানিয়েছেন।