আলবেনিয়ায় ৩০ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৩

- ২৭-Nov-২০১৯ ০৫:৩২ পূর্বাহ্ণ
:: আন্তর্জাতিক ডেস্ক ::
আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। গত ৩০ বছরের মধ্যে এটিকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে দেশটির সরকার।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ আলবেনিয়ায় মঙ্গলবার ভোরে ৬.৪ মাত্রা ভূমিকম্প অনুভূত হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের খবর নিশ্চিত করেছে। এছাড়া এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আলবেনিয়ার রাজধানী তিরানা ও এর আশপাশের অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিরানা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে। গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চলমান রয়েছে। উদ্ধারকাজের মধ্যেই ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে ফের মৃদু কম্পন অনুভূত হয়। মূল ভূমিকম্পের আগেও আলবেনিয়াসহ পুরো বলকান অঞ্চলে বেশ কয়েক বার মৃদু কম্পন হয়েছিল ।
১৯৭৯ সালে আলবেনিয়ায় ৬.৯ তীব্রতার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ১৩৬ জন। আহত হয়েছিলেন সহস্রাধিক।