রায়ে সন্তুষ্ট সরকার, আইএসের টুপির বিষয়ে তদন্ত হবে: আইনমন্ত্রী

  • ২৭-Nov-২০১৯ ০৯:৫৪ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনার রায়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে কয়েকজন ‘জঙ্গি’র আইএসের টুপি পরে এজলাসে ঢোকার বিষয়টির তদন্ত হবে বলেও জানান মন্ত্রী।

বুধবার বুধবার (২৭ নভেম্বর) বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনিসুল হক।

হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলায় ২২ জনকে হত্যার দায়ে আট আসামির মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান আজ জনাকীর্ণ আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি সরকারের পক্ষ থেকে বলছি, আমরা এ রায়ে সন্তুষ্ট। এরকম চাঞ্চল্যকর এবং যেসব মামলা দেশের শেকড়ে গিয়ে ধাক্কা দেয়, সেসব ঘটনার বিচার দ্রুত শেষ করতে পারছি এটা সন্তুষ্টির কারণ।’

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে ভয়ংকর জঙ্গি হামলা স্তম্ভিত করেছিল পুরো বাংলাদেশকে। ২০১৮ সালের ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই হামলা মামলার বিচারকাজ শুরু হয়।

এ সময় আনিসুল হক বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বিচারের প্রসঙ্গ টেনে বলেন, ‘১৫ অগাস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৭ জন সদস্যকে হত্যা করার পর ২৬ বছর অপেক্ষা করতে হয়েছে। ২১ বছর অপেক্ষা করতে হয়েছে একটা এফআইয়ার দেওয়ার জন্য। ৩৪ বছর অপেক্ষা করতে হয়েছে মামলাটা শেষ করতে। আর এটা এক বছরের মধ্যে রায় পেল।’

আনিসুল হক বলেন, ‘আমার মনে হয় এই রায়ের মাধ্যমে আমরা সারাবিশ্বকে প্রমাণ করতে পেরেছি বাংলাদেশে এরকম হত্যাকাণ্ড হলে তার বিচার খুব দ্রুতগতিতে হয়। এবং সঠিক বিচার ডিউ প্রসেস ফলো করে আইনি সকল ফরমালিটি ফলো করে এই বিচার সম্পন্ন করা হয়।’

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের প্রতীক সম্বলিত টুপি পরে আসামিদের এজলাসে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এ প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে এই ব্যাপারটার তদন্ত হওয়া উচিত। তদন্ত যেন হয় সেজন্য সংবাদ সম্মেলন শেষ করেই আমি কথা বলব।’

Ads
Ads