কিশোরগঞ্জে সরক দুর্ঘটনায় পুলিশ নিহত

- ২৮-Nov-২০১৯ ০৯:৩৭ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পিকআপ ভ্যানের চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম জাহিদুল ইসলাম (২০)। মাত্র এক বছর আগে পুলিশে যোগ দিয়েছিলেন তিনি।
আজ বৃহস্পতিবার(২৮ নভেম্বর) ভোর রাতে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল গণির ছেলে।
বাজিতপুর থানার পরির্দশক (তদন্ত) সারোয়ার জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভৈরব-কিশোরগঞ্জ সড়কে ডিউটি করার সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের হাতে তুলে দেয়া হয়।