১৬ ই ডিসেম্বর প্রকাশিত হতে যাচ্ছে রাজাকারদের তালিকাঃ মুক্তিযুদ্ধ মন্ত্রী

  • ১-Dec-২০১৯ ১১:৩২ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানোর জন্য আগামী ১৬ ই ডিসেম্বর রাজাকারদের তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার।

আজ রবিবার(১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, রাজাকার, আলবদর ও আল শামসদের তালিকা প্রণয়নের কাজ অব্যাহত রয়েছে। এরইমধ্যে যেসব জেলার রাজাকারদের তালিকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এসেছে সেগুলোই বিজয় দিবসে প্রকাশ করা হবে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি শাজাহান খান সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এবং এ বি তাজুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন সংস্থার প্রধানরাসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

Ads
Ads