বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন আল আমিন

  • ৩-Dec-২০১৯ ০৫:৫০ পূর্বাহ্ণ
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

দক্ষিণ এশিয়া অঞ্চলের ‘অলিম্পিক’ খ্যাত সাউথ এশিয়ান গেমসে (এসএ) দ্বিতীয় স্বর্ণ জিতেছে বাংলাদেশ। কারাতের প্রতিযোগী মোহাম্মদ আল আমিনের নৈপুণ্যে বাংলাদেশ গেমসের দ্বিতীয় স্বর্ণ জয় করে। 

কারাতের কুমি ইভেন্টের অনুর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে মোহাম্মদ আল আমিন এই স্বর্ণ জিতেন। আল আমিন ইভেন্টের ফাইনালে পাকিস্তানের প্রতিযোগীকে হারান।

এসএ গেমসের এবারের আসরটিকে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। পদক জয়ের সংখ্যায় আগের যেকোনো আসরকেই ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই নেপালে পাড়ি জমিয়েছেন খেলোয়াড়রা।

এর আগে এসএ গেমসে প্রথম স্বর্ণ বাংলাদেশকে এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দীপু চাকমা। তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগিকে হারিয়ে সোনা জিতেন রাঙামাটির ছেলে দিপু।

এসএ গেমসের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের নামে যোগ হয় ১৬ পদক। এর মধ্যে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১৩ টি ব্রোঞ্জ।

উল্লেখ্য, এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ।

Ads
Ads