ফ্রান্সের আমদানিকৃত সকল পণ্যের উপর শুল্ক বসাবে ট্রাম্প সরকার

- ৩-Dec-২০১৯ ১২:০২ অপরাহ্ন
:: আন্তর্জাতিক ডেস্ক ::
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে। আর এমন সময় আবার একবার বাণিজ্য যুদ্ধ উসকে দিল ট্রাম্প প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স থেকে আমদানি করা পণ্যে শুল্ক বসাতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, ফ্রান্স থেকে আমদানি করা ২ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ফ্রান্সে তৈরি ফ্রেঞ্চ ওয়াইন, দই, রোকেফোর্ট চিজ, হ্যান্ডব্যাগ ও লিপস্টিকের মতো পণ্যসামগ্রীতে শুল্ক বসাতে যাচ্ছে মার্কিন প্রশাসন। ২০২০ সালের জানুয়ারির মাঝামাঝি নাগাদ এসব পণসামগ্রীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে। এসব পণ্যে শতভাগ শুল্ক আরোপ করা হতে।
বলা হচ্ছে, ফ্রান্সে ডিজিটাল ট্যাক্সের আওতায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের ঘটনায় পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এর আগে ফ্রান্স গুগল, অ্যামাজন ও ফেসবুকের ওপর শুল্ক আরোপ করে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক প্রতিনিধি রবার্ট লাইটহাইজার বলেন, ওয়াশিংটনের স্পষ্ট বার্তা ফ্রান্সের বৈষম্যমূলক ডিজিটাল ট্যাক্সের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।