‘বীর’ সিনেমায় নাদিম

- ৩-Dec-২০১৯ ০৪:৫৭ অপরাহ্ন
:: রাকিবুল হাসান ::
নাদিম অভিনীত কালাম কায়সারের ‘তোমার সুখই আমার সুখ’, ‘তোমার আছি তোমারই থাকবো’ এবং মারুফ আহমেদ খান রিজভীর ‘বউ বানাবো তোকে’ ছবিগুলো মুক্তি পেয়েছে। এছাড়া সোহানুর রহমান সোহানের ‘অবলা নারী’, যৌথ প্রযোজনার সিনেমা ‘গাদ্দার’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার। বর্তমানে নাদিম গুণী নির্মাতা কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ সিনেমায় কাজ করছেন।
এ বিষয়ে নাদিম বলেন, ‘বীর’ সিনেমায় ক’দিন ধরেই শুটিং করছি। এ সিনেমায় শাকিব খানের ছোট ভাই চরিত্রে অভিনয় করছি। এবারই প্রথম শাকিব ভাই এবং কাজী হায়াৎ স্যারের পরিচালনায় কাজ করছি। এ ছবিতে আমার চরিত্রটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। এসকে ফিল্মসের এ সিনেমাটি শাকিব খানের পাশাপাশি সহ-প্রযোজনা করছেন মোহাম্মদ ইকবাল।
এ সিনেমায় শাকিব খানের বিপরীতে বুবলী অভিনয় করছেন। আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, ডন, নানা শাহ, শিবা সানু, জ্যাকী আলমগীর, সাংবাদিক শাবান মাহমুদ, শিশুশিল্পী সুনানসহ অনেকে। বর্তমানে পুবাইলে এর কাজ চলছে। আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে