'মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তাই দাম বৃদ্ধি নিয়ে কারো মনে অসন্তোষ নেই'

  • ৪-Dec-২০১৯ ০৭:০৬ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা বেড়ে গেছে। এজন্য দাম বৃদ্ধি নিয়ে মানুষের মনে কোনো অসন্তোষ নেই।’ এ সময় অসাধু ব্যবসায়ীদের জন্য পেঁয়াজের দাম কমছে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাজার নিয়ন্ত্রণে নেই, অস্বীকার করবো না। তবে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

গতকাল রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের আয়োজিত আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কথা বলেন। তিনি বলেছিলেন, ‘কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। পদত্যাগ করা এক সেকেন্ডের বিষয়, তাতে যদি পেঁয়াজের দাম কমে। এই মন্ত্রিত্ব কাজ করার জন্য।’

বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন, এটা তো কথার কথা। যদি গ্যারান্টি থাকত আমি পদত্যাগ করলে পেঁয়াজের দামটা কমে যাবে, সেটা তো কথার কথা। সেটা তো পদত্যাগ করার বিষয় নয়, মন্ত্রী হিসেবে তিনি কথা প্রসঙ্গে হয়তো বলেছেন। যেহেতু পেঁয়াজের দাম বাড়তি, কেউ কেউ তো মন্ত্রীর পদত্যাগও দাবি করে। সেজন্য বলেছেন, পদত্যাগ করলে যদি সমাধান হয়ে যেত তাহলে আমি এক সেকেন্ডেই পদত্যাগ করতাম।’

কাদের বলেন, ‘সেটা উনি (বাণিজ্যমন্ত্রী) অযৌক্তিক কিছু বলেননি, এটা কথার কথা বলতেই পারেন।’

Ads
Ads