ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার সিভিল এভিয়েশন কর্মকর্তা

- ৬-Dec-২০১৯ ১১:২৫ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকারকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে দুদক।
শুক্রবার (৬ ডিসেম্বর) উত্তরার একটি রেস্টুরেন্টে ঘুষ লেনদেনের সময় তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের একটি দল।
দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য জানান, টাকার বিনিময়ে পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট রাশেদ সরকার একজনের সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী সেই টাকা নিতে আজ তারা উত্তরার একটি রেস্টুরেন্টে দেখা করেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ঘুষের একলাখ টাকাসহ রাশেদকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, লাইসেন্স যাচাইপূর্বক বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই ঘুষ নিচ্ছিলেন রাশেদ। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে মামলা করা হবে।