রবিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

- ৭-Dec-২০১৯ ০৭:৫৫ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকার সব থানায় এবং সারাদেশের জেলা ও মহানগরে আগামীকাল রবিবার এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে বিএনপি সূত্র।
মির্জা ফখরুলের সভাপতিত্বে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের একটি যৌথসভা হয় আজ। এর পর নতুন কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল।