রূম্পা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • ৭-Dec-২০১৯ ০৯:৪৫ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

সিদ্ধেশ্বরীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার হত্যাকারীর বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার(৭ ডিসেম্বর) সকাল থেকেই স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডি ও সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

সকালে মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ধানমন্ডি ১৯ থেকে ১৫ নম্বর পর্যন্ত প্রদক্ষিণ করে।

ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও হত্যা রহস্যের কূলকিনারা করতে পারেনি সংশ্লিষ্টরা। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।

গত বুধবার রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর একটি বাসার নিচে ওই ছাত্রীর মরদেহ পাওয়া যায়।

Ads
Ads