দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩

- ৮-Dec-২০১৯ ০৫:৩৫ পূর্বাহ্ণ
:: সীমানা পেরিয়ে ডেস্ক ::
ভারতের রাজধানী দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
রবিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে দিল্লির রানি ঝাঁসি আনাজ মান্দি এলাকার ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সকাল ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও উদ্ধার অভিযান অব্যাহত আছে। এখন পর্যন্ত বহু লোক আহত হয়েছে। অর্ধশতাধিক লোককে কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। বহু লোক এখনও ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে গোটা এলাকা কালো ধোয়ায় ছেয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আহাজারি চলছে। অনেকেই স্বজনদের খোঁজ না পেয়ে ছুটে আসছেন। অনেকেই লাশ শনাক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন। গোটা এলাকার পরিবেশ শোক আর আতঙ্কে স্তব্দ হয়ে উঠেছে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।